পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাতাঞ্চির খাতা ইণ্ডিয়ান পাবলিশিং হাউস, কলকাতা । [ ১৯২১ । প্রচ্ছদ কাগজের পুতুল ও মাটির পুতুল অনুকরণে অবনীন্দ্রনাথ অঙ্কিত। স্বকুমার রায় চিত্রিত। স্বকুমার রায় সম্পাদিত 'সন্দেশ’ পত্রিকার বৈশাখ ১৩২৭–মাঘ ১৩২৭ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । সম্পাদক গল্পের চিত্রাঙ্কন করেন । “TSifo wroi' James Matthew Barrie (Stree->>, a Y-3 “Peter Pan' গল্পের ভাবানুবাদ । মূল গল্পটির প্রকাশকাল ১৯০৪ । একাধিক কাহিনীর মত অবনীন্দ্রনাথের এই কাহিনীতেও বাংলা ছড়ার গদ্যস্বয় লক্ষণীয়। এই সময়ে অবনীন্দ্রনাথ এই ছড়া ও বচন বিপুল উদ্যমে সংগ্রহ করছিলেন ; কাছাকাছি সময়ের একটি সংবাদ থেকে জনা যায়, ‘বিশ্বভারতী সম্মিলনী—অদ্য বৃহস্পতিবার ১২ এপ্রিল সন্ধ্যা ৬ টার সময় রামমোহন লাইব্রেরিতে ঐযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর ছেলে ভুলানো ছড়া' সম্বন্ধে বক্তৃতা করিবেন । " ( আনন্দবাজার পত্রিকা, ২৯ চৈত্র ১৩২৯ )। ‘খাতাঞ্চির খাতা' রচনার প্রায় দুবছর আগেই প্রকাশিত হয়েছে "বাংলার ব্রত’ ( ১৩২৫ } । উত্তরজীবনে অবনীন্দ্রনাথ যাত্রপালা রচনাতে তার সাহিত্যপ্রতিভা সম্পূর্ণ রূপে নিয়োজিত করেছিলেন । তার প্রথম নাটক ‘শিব সদাগর’ প্রকাশিত হয় ১৩২৫-এ। তৎপূর্বে প্রচলিত যাত্রীর পৌরাণিক চবিত্র নিয়ে অবনীন্দ্রনাথ ‘ভারতী’ পত্রে কিছুকাল ব্যঙ্গচিত্র একেছিলেন । ‘খাতাঞ্চির খতা’ কাহিনীতে উড়ে যাত্রা’ শীর্ষক দুই পরিচ্ছেদব্যপী সেই যাত্রাপালার প্রথম বিশদ বর্ণনা দেখা গেল ; এর দশবছর পবে অবনীন্দ্রনাথ প্রথম যাত্রপালা রচনা করেন, “এসপার ওসপার পালা’ ( ১৩৩৭ )। ‘খাতাঞ্চির খাতা’ পরবর্তীকালে অবনীন্দ্রনাথের কিশোর সঞ্চয়ন’ গ্রন্থভুক্ত হয়ে প্রকাশিত হয় (এপ্রিল ১৯৬০); সন্দেশ’ পত্রিকা থেকে মূল রচনাটির অনুকরণে স্বতন্ত্র গ্রন্থাকারে প্রকাশ করেন সিগনেট প্রেস (১৯৭৪)। সেই কারণে বইটির প্রথম সংস্করণের সঙ্গে সিগনেট সংস্করণের কিছু পাঠভেদ লক্ষ্য করা যায়। 858 a