পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কতদিন কেটে গেছে, সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন । হাম্বিরের কিন্তু কোনো খবর নেই । সকলেই বলছে, নিশ্চয় তিনি ডাকাতের হাতে কাট৷ পড়েছেন । এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এল। হাম্বির উজলাগ্রাম থেকে লিখেছেন — তিনি উজলাগ্রামে মুঞ্জ বাহাদুরকে মেবারের রান করে রাজসিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্ল| তার একশোখানা গ্রাম জায়গীর দিয়েছেন। অজয়সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেৎ লড়াই নিশ্চয়! এবং মুঞ্চ বাহাতুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন, এ বিষয়ে সন্দেহ নাস্তি । শুনে সুজনসিংহ বলে উঠলেন, ‘দেখলে, ছোকরার কাগুট দেখলে একবার। সে কি মনে কলেছে, দুমুঠে। ডাকতেব দল নিয়ে মেবারের সিংহাসন দখল কবলে ? এত বড়ে তার স্পর্ধ | অজেয়সি পললেন, ‘হন্ধিব কি এ • দক নীচ হবে ? এ তে । আমাব বিশ্বাস হয় ন| চিঠিটা কেমন-কেমন শোনাচ্ছে না ?’ রাজমন্ত্রী বললেন, ‘কথাঢ়। যদি ও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলা ও BB BS SSS BBBB BB BB BSB BBB BBB S B BBS SS BBBBB ছেলে কখন কী কবে বসে লল। ময় না। ’ স্থজনসিংহ বললেন, তবে একবার মেবাবের সমস্ত সামন্তসর্দাবকে খবর পাঠানে হোক । অজয়সিংহ বললেন, তাতে কােজ নেই । এ কী প' ন বাদশ আসছে, যে সামন্ত-সদরকে খবর পাঠাতে হবে ? লোকে মে হাসবে : সকলকে সাবধানে থাকতে বলে । হঠাৎ কেময়ি ডাকতি ন হয় । হাম্বিরকে লিখে দাও যেন এমুন দুঃসাহসের কাজ না করে। আব একদল সৈন্য নিয়ে তুমি উজলাগ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাও গে ; আর পারো তো হাম্বিরকে বেঁধে আনে ৷” স্বজনসিংহ যে আজ্ঞে বলে উঠে গেলেন। কিন্তু তিনি মুঞ্জ ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন সহজ ডাকাত, >8>