পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও কিচ কিন্দে, তেতলায় তো সিড়ি দিয়ে উঠে যেতে হয়, এ যে তুমি আমাকে নিয়ে নেমে চললে।’ ঠিক যাচ্ছি বাবু! জলের ওপরে যে তেতলা বাড়ি তাতে উঠতে হলে সিড়ি বেয়ে ওপরে যেতে হয়, আর জলের নিচে যে বাড়ি তার তেতলায় যেতে হলে নিচেবাগে নেমে যেতে হবে । জলের ভেতরে যে বাড়ি কি বাগানের গাছ দেখ, সেগুলোর মাথা ওপরে থাকে, না নিচেতে থাকে ? ‘নিচেবাগে ।।’ 'জলের ওপরে যে বাড়ি থাকে তার মাথা কোন দিকে থাকে ? “ওপর দিকে ৷” তবে ? জলের ওপরে তোমার মাসির বাড়িতে যা করতে নিচে পিসির বাড়িতে এসে ঠিক তার উল্টোটা না করলে মুশকিলে পড়বে, এইটে মনে রেখো।' বলেই কিচ কিন্দে ক্রমে আরো নিচে নেমে छलळा ! ও কিচ কিন্দে, চোখে যে কিছুই দেখতে পাইনে, বড়ো অন্ধকার !" ‘আলো বেশ আছে, কেবল তুমি চোখটি খুলে রেখেছ বলে কিছুই দেখতে পাচ্ছ না। চোখ বন্ধ করো, সব পষ্ট দেখতে পাবে।’ কিচ কিন্দের কথায় চোখ বন্ধ করেছি। সবাই চোখ-চেয়ে দেখে, আমি দেখছি চোখ বুজে– নীল জল ! এত নীল যেন নীল কালি ! তারই মাঝে গোনা যায় না— এত ঘণ্টা তুলছে ! ঘণ্টার গায়ে ছোটো-ছোটো গোল-গোল কত যে চোখ জ্বলছে তার ঠিক নেই —কোনোট লাল, কোনোটা হলদে ! গোলাপি সবুজ শাদা বেগুনি —কত রঙেরই চোখ ! ঘণ্টাগুলোর দিক দিয়ে দুটো করে লম্বা শুড়ের মতো কান ঝুলছে ! যেমন এক-একবার সেই কানগুলোতে ঢেউ লাগছে আর অমনি সব ঘণ্টাগুলো হেলে-তুলে টুং-টাং ক্লিং-ক্লাং টুং-টাং করে বাজছে— ঠিক যেন গোসাই এসে কানের কাছে মন্তর দিচ্ছে ! ఫి ల8