পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীপা, নাথা, পতিষ্ঠা, চ তাণ লেণা চ পাণীনং । গতি, বন্ধু, মহাস্সাস, সরণ চ হিতেসিনে ॥ মহাপ্লভা, মহাতেজা, মহাপঞ্চা, মহাববলা । মহা কারুণিক ধীরা সবেবসানং সুখাবহ ॥ বুদ্ধগণই ত্রিলোকের লোককে পরম পথে নিয়ে চলেন। মহাপ্রভ, মহাতেজ, মহাজ্ঞানী, মহাবল, ধীর করুণাময় বুদ্ধগণ সকলকেই মুখ দেন। জগতের হিতৈষী তারা অকুলের কুল, অনাথের নাথ, সকলের নির্ভর, নিরাশ্রয়ের আশ্রয়, অগতির গতি, যার কেউ নেই তার বন্ধু, যে হতাশ তার আশা, অশরণ যে তার শরণ। দেখতে-দেখতে সিদ্ধার্থের চোখের সামনে থেকে— মনের উপর থেকে জগৎজোড়া মহাভয়ের ছবি আলোর আগে অন্ধকারের মতো মিলিয়ে গেল ; তিনি দেখলেন, আকাশের কুয়াশা আলো হয়ে পুথিবীর উপর এসে পড়েছে। সেই আলোয় বরফ গলে চলেছে— পৃথিবীকে সবুজে-সবুজে পাতায়-পাতায় ফুলে ফুলে ভরে দিয়ে। সেই আলোতে আনন্দ আবার জেগে উঠেছে। পাখিদের গানেগানে বনে-উপবনে সেই আলো । বাহিরে বঁাশি হয়ে বেজে উঠছে, অন্তরে সুখ হয়ে উথলে পড়েছে, শান্তি হয়ে ছড়িয়ে পড়েছে— সেই আলো । ত্রিভুবনে— স্বৰ্গ-মর্ত্য-পাতালে— সেই আলো আনন্দের পথ খুলে দিয়েছে, শাস্তির সাতরঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। সেই আলোর পথ দিয়ে সিদ্ধার্থ দেখলেন, চলেছেন— সে তিনি নিজেই ! তার খালি পা, খোলা মাথা । তার ভয় নেই, তুঃখ নেই, শোক নেই। সদানন্দ তিনি বরফের উপর দিয়ে কুয়াশার ভিতর দিয়ে আনন্দে চলেছেন, নির্ভয়ে চলেছেন— সবাইকে অভয় দিয়ে, আনন্দ বিলিয়ে । মহাভয় তার পায়ের কাছে কঁপিছে একটুখানি ছায়ার মতো ! মায়াজাল ছিড়ে পড়েছে তার পায়ের তলায়— যেন খণ্ড-খণ্ড মেঘ ! যেমন আর-দিন, সেদিনও তেমনি— রথ ফিরিয়ে সিদ্ধার্থ ঘরে এলেন বটে, কিন্তু সেইদিন থেকে মন র্তার সে রাজমন্দিরে, সেই woo ፃ