পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়ন্ত্রী রাজা নয়, দ্বিতীয় যমরাজ । যমের দ্বার দেখাইতে লোকে তখন দক্ষিণ দেখাইত না, দেখাইত উত্তর— যেদিকে রাজমিহিরের রাজপাট কাশ্মীব । সে বৎসর ফাস্তুনের দোল-পূর্ণিনায় এই নরপাল নয়— নরক-পাল বিলাসভবনে পিচকাবিব পরিবর্তে ছুরির ব্যবস্থা করিয়া হতাহত শত শত অন্তঃপুবচাবিকাব ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ লইয়া বেতালের মতে বিকট তাগুণ লীলায় মগ্ন আছেন । নব-শোণিতের রক্তিমা কম্বুমের রক্তবর্ণকে পিক্কাল দিয বাজাব উষ্ণীৰে উত্তরীয়ে, রাজপ্রাসাদের গৃহে গৃহে ধবলমণি ভিত্তিতে, শ্যামল পুষ্পকাননে, নির্মল কেলি সরোবলে ছড়াইয়া পডিয়াছে। খণ্ডবিখণ্ড অভ্রমালায় রক্ত আভা ! দূবে দিগন্তে বক্ত পণিজ’ল ! যখন এই মরণোৎসবেব মাঝখানে বুদ্ধোপাসিক রাজরানী জয়শ্রীর ডাক পশিল খন বীণ বাদিনীর জীবনশোণিতসিঞ্চিত বীণার ঝঙ্কার মন্দ হইয়া অসিয়ছে, মরণোন্মুখ নর্তকাব নূপুর নিকণ স্বলিত হইতেছে আল কুঞ্জবাটিকায় থাকিয়া থাকিয়া রক্তচক্ষু পিকবধব উহু উ৮ আজিকাব মৰণ বাগিণীতে মূৰ্ছন দিতে•ে । সিংহলবাসিনী জয় ঐ তন্তুবায় কন্যা। রূপসী যে ছিলেন তাহা নয় ; খেলাচ্ছলে রাজ তাঙ্গকে কোনো সমযে রক্ত আন্তঃপুরে বরণ করিয়া আনিয়াছিলেন এবং খেলা শেষে বাজপুরের একপ্রান্তে তাহাকে বিসর্জন দিয়াছিলেন । প্রকাণ্ড রাজপ্রাসাদের জনপূর্ণ নিঃসঙ্গতার মাঝে বিরাট মন্দিরের এককোণে সামান্ত চৈত্যটির মতো জয়শ্রী নয়নান্তরালে গোপনে নিজের পবিত্র জীবনের সফলতাটুকু লহ । বিন! আড়ম্বরে দিন কাটাইতেছিলেন ; হঠাৎ আজ ডাক পড়িয়াছে শুনিয়া প্রথমে তিনি \ඵථිකු