পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিহাসের স্বরে জয়ন্ত্রীকে অভিবাদন করিয়া বলিলেন— মহারানী উপযুক্ত উৎসবের বেশই ধারণ করিয়াছ ! শ্বেতবসনে কুঙ্কুমরাগ মানাইবে ভালো । পূর্ব দিগন্তসীমায় নবোদয়ের কনকলেখা দেখা দিয়াছে ; ভারতখণ্ড জুড়িয়া অস্তোন্মুখ জ্যোৎস্নার স্নান পাণ্ডুত একখানি শোণিতহীন মুখচ্ছবির মতো বিবর্ণ, বিষন্ন ! শ্মশান হইতে দুই রাজপরিচারিকা মৃৎপাত্রে মহারানী জয়ন্ত্রর শেষ অস্থি এবং রক্তাক্ত পদাঙ্কবাস বহন করিয়া সিংহলের অভিমুখে প্রস্থান করিল। বোধিধর্মের সঙ্গে জয়ন্ত্রীর রক্ত-পতাকা পূর্বসমূদ্র পারে নির্বাসিত হইয়া গেল। তাহার স্থানে রহিল নামাবলী, তিলকমালা ইত্যাদি এবং রাজসিংহাসনে সর্বসম্মতিক্রমে হিন্দু মিহির । ‘A85