পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাস্তি, বাহিরে শাস্তি, অস্তরের অস্তরে গভীর প্রেম, বিপুল শাস্তি । হে পশুপতি, তুমি কত করুণাময়! তুমিই ধন্থ, ধন্য তোমার স্থষ্টি, অবোধ অবোলা জীবজন্তুদেরও প্রাণে এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম, এমন গভীর পরহিতৈষণা— আহ ! মানুষ, দ্যাখো, শেখে, ধন্ত হও, শাস্তিরস্তু জীবংচাস্তু! জাতীয় সংগীত আর না— আর না— তোলো রে তোলো ফণা— মেলো রে মেলো ডানা আর না— আর নাহাঙ্গুর হাঙ্গুর গরজনে, কাপুক অম্বর ক্ষণে ক্ষণে, ত্রাসিত মানব রণে-বনে উঠুক ভীষণ কান্না, আর না— আর ন— ( কে রাস ) ঘাসদায়িনী, মাসহারিণী, শিং অশালিনী গো ! নখমালিনী হো ম্য ম্যা গা গো পিচকচক্ ক্যা কে ! ( কর্ম্মতালি ) ঘূণাক্ষর রিপোর্ট সভার প্রারম্ভেই ছোটে। বড়ো খাদ্য খাদক অভেদে সমস্ত জীবজন্তুতে মিলে কোলাকুলি, সে এক অভূতপূর্ব অভাবনীয় দৃগু, সকলেই এমন আবিষ্ট হয়েছিলেন যে আলিঙ্গন-চুম্বনের হুল্লোড় হয়ে গেল ! আর কোলাকুলি গলাগলি পাকড়া-পাকড়ি থকে দু-একটা রক্তদাত যে ঘটে নি, তা নয়। আমাদের শৃগালভায় এমনি প্রেমভরে পাতি Ob)