পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনগুলো মামুষের চাপনে গুড়িয়ে ধুলো হয়ে যাবার উপক্রম হয়েছে। এইখানে আবেগে শৃগালের কণ্ঠরোধ হল, তিনি একটু আজুরের রসে গলাভিজিয়ে আবার শুরু করলেন—“আমাদের ছঃখকাহিনী আমাদেরই লিখতে হবে, সেজন্তে এখন থেকে প্রস্তুত হওয়া চাইই চাই।’ শৃগাল উৎসাহের সঙ্গে আরো বলতে চলেছেন এমন সময় সভাপতি সভা ভঙ্গের ঘণ্টা দিয়ে হঠাৎ মাঠের দিকে প্রস্থান করলেন– সভাপতিকে ধন্যবাদ দেবার প্রস্তাব হওয়ার আগেই অসময়ে সভা থেকে সবাইকে চলে যেতে হল, কোনো প্রস্তাবই সমর্থন, গ্রহণ কিংবা কিছুই হল না । ( ফরাসী হইতে চুরি ) وياهلاO