পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাখি সন্ধ্যার অন্ধকারে একেবারে অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ আর ফিরল না । রাজা বললেন– “এ বাজিকরটা যা বললে, তাই তো করলে ? রাজা বাজিকরকেই বকশিশ দিলেন । কারিগর খানিকক্ষণ পরে ফিরে এসে দেখে সভা শূন্ত । কা কস্ত পরিবেদনা। শুকনো মুখে অন্ধকারে শুধু তার একগণ্ড চেলার মধ্যে মোটে একজন গালে হাত দিয়ে বসে আছে তার প্রতীক্ষায় । বাকি চেলারা বাজিকরের কাছে বিদ্যে শিখতে চলে গেছে । 82 o'