পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা বললেন– দেখাই যাক-না। - যুদ্ধ বাধল— সেনাপতির পায়ের তলা দিয়ে ছোটে রাজার ফৌজ গলে পালাল। তাঁর কামান আন্দাজ ঠিক করতে না পেরে বাতাসে হানা দিতে থাকল, নয় তো আকাশে ঝুপ ঝাপ, বড়ো রাজার ছাউনির উপর পড়তে লাগল। বড়ো বড়ো অস্তর— সেসব বড়ো জিনিসকেই লক্ষ্য করে, ছোটোকে দেখতে পায় না। বড়ো রাজা, বড়ো বড়ো মন্ত্রী, বড়ো বড়ো সেনাপতি ফাপরে পড়ে ছোটো রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোটে রাজা হেসে বললেন– দাদা, তুমি তোমার মস্ত রাজত্ব নিয়ে স্থখে থাকো । ছোটোতে বড়োতে সন্ধি হ’লে কী হয় তা জান না কি ? বড়ো রাজা বললেন— তা কি আর জানিনে ? মন্ত্রীরা বললেন— তা আর জানেন না ? সেনাপতি বললেন– এত বড়ো পৃথিবীটা জয় করে এলেন বড়ো রাজ, ওইটুকু আর জানেন না ? ছোটে রাজা বললেন– তা হলে এবারকার মতো এইটুকু জেনেই ঘরে যান সকলে । আরো কি জানতে চান ? বড়ো রাজা বড়ো রেগে বললেন– ছোটোকে টুটি চেপে ধরলে সে কী করে তাই জানতে চাই । বলেই বড়ে রাজা নিজের মস্ত মুঠোয় ছোটে রাজা, মায় তার রাজত্বটা পর্যন্ত কষে চেপে ধরলেন । জল যেমন গলে পালায় তেমনি বড়ো রাজার মোটা মোটা আঙুলের ফাক বেয়ে ছোটে রাজা, মায় তার রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড়ো রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি ; বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কী বিধে রয়েছে। যন্ত্রণায় বড়ো রাজার আঙুলটা ফুলে কলাগাছ হয়ে উঠল দেখতে-দেখতে । 88૨