পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভোম্বলদাসের কৈলাস যাত্রা সিংহির মামা ভোম্বলদাস নেহাত সেকালের জানোয়ার ; রাজকার্য চালাবার মতো বুদ্ধিও তার ছিল না, গায়ের জোর যে খুব ছিল, তাও নয় ; খোস-মেজাজে সেজে-গুজে সিংহাসনে বসে আয়েস আর আমোদ-আহলাদ করতেই তার জন্ম হয়েছিল। রাজকর্ম করবার নাম শুনলে তার জর আসত— লড়াই করা তো দূরের কথা। কিন্তু দেশবিদেশের সবাই তাকে খুব মস্ত রাজাই বলে জানত। সবাই বলত— “সিংহির মামা ভোম্বলদাস, বাঘ মেরেছে গণ্ডা দশ !” যে ভোম্বলদাস ঘরের কোণে আরসোল উড়লে জলে ঝাপিয়ে পড়তে যায়, সে কেমন করে দশ গণ্ডা বাঘ মারলে ? ভোম্বলদাসের একটি মস্ত গুণ ছিল ; সেটি হচ্ছে মন্ত্রী বেছে নেবার। দেখেদেখে তিনি শেয়ালপণ্ডিতকে আপনার প্রধান মন্ত্রী করে নিয়েছিলেন ; আর তারই পরামর্শে দশ গণ্ডার চেয়েও ঢের বেশি বাঘ মেরে তিনি পশুদের মধ্যে একচ্ছত্র রাজা হয়ে মুখে দিন কাটাচ্ছিলেন । কিন্তু কপাল ! বনের যত জোরোয়ার জানোয়ার দেশের চারি দিকে মুখ-শাস্তি দেখে ক্রমে বিরক্ত হয়ে উঠল। তারা কোথাও একটা লড়াই বাধিয়ে খানিক হাকাহাকি দাপাদাপি মাথাফাটাফাটি করতে ভোম্বলদাসকে ধরে পড়ল। ভোম্বলদাস শেয়ালের সঙ্গে যুক্তি করে বললেন– “আমার শত্রু যারা ছিল সব তো যমের বাড়ি পাঠিয়েছি ; লড়াই হবে কার সঙ্গে ?” ঘটু জানোয়ার, তারা আগে হতেই সড় করে এসেছিল, তারা পিপড়েদের ক্ষুদে শহরের উপর চড়াও হয়ে লড়াই দেবার জন্ত অনুরোধ করলে। শেয়াল্পপণ্ডিত বললেন– “এমন কাজ কোরো না ! তারা দেখতে ছোটো কিন্তু কামড়ালে আর রক্ষে নেই!” 888