পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সেই অবধি শেয়ালপণ্ডিতকে মামা সভা-পণ্ডিত করে রাখলেন আর তারই বুদ্ধিতে চলতে লাগলেন। ছিল সে রাজ মজুরের ছেলে, হল, সে রাজার প্রধান মন্ত্রী । অহংকারে আর মাটিতে তার প৷ পড়ে না। তারপর বুদ্ধির জোরে সে কী না করলে ? তার বাড়ি হল ঘর হল— মামার দৌলতে তার সব হল । এখন সেই মামাকেই সে নিজের গড়ে নিয়ে বন্ধ করবার জোগাড় করেছে— টিকটিকি এই খবর আমাকে দিয়ে গেল। কোনদিন সে মামাকে সারিয়ে-মুরিয়ে ফুস্লে-ফাস্লে নিয়ে আমারই বা সিংহাসন আবার কেড়ে নিতে আসে ।” 8'Hථ च्य. २-२b”