পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাছ বলে – ঘুমিয়ে আছে, জাগাসনি। ফুল ঘুমিয়ে থাকে ছাওয়ার বুকে, ছাওয়া নড়ে চড়ে ফুলকে দেখে। গাছ নড়ে চড়ে শুধোয়— কী করছে ? ছাওয়া বলে – ঘুমোচ্ছে। এক-এক সময় বাতাস এসে ফুলকে ছয়ে যায়, ছাওয়া বলে— দেয়ালা করছে আমাদের ফুল। কুঁড়ের ঝাপ খুলে দেখে মানুষ গাছের তলায় ঝরা ফুল, তার গায়ে ছাওয়া হাত বোলাচ্ছে। কুঁড়ে মামুযের ছেলেটা বেরিয়ে আসে, ফুল তোলে, বেড়ায় গাছে গাছে । গাছ বলে— কী করবি ফুল নিয়ে ? ছেলে বলে— খেলা করব । ফুল তুলে ছেলে চলে যায়। মেয়ে আসে, সে এতটুকু— গাছে হাত পায় না, ছাওয়ায় ছাওয়ায় ফুল কুড়িয়ে বেড়ায় । ছাওয়া বলে— কী করবি ফুল নিয়ে ? মেয়ে বলে – ওকে মালায় গেথে ধরে রাখব । ছাওয়া বলে— তার পব খেলা হলে ফিরিযে দিবি তো ? মেয়ে ‘দোব না’ বলে ফুল আঁচলে তুলে নেয়। ছাওয়া তার পা জড়িয়ে বলে— ‘নিয়ে যেয়ে না ’ গাছ বলে—যাক-না নিয়ে, কাল সকালে দেখবি তোর ফুল পালিয়ে এসেছে তোর বুকে । দিন কাটে, বাত কাটে, ফুলের স্বপন দেখে গাছ আর গাছের ছাওয়া দুজনে মিলে ; সকালে কঁড়ি ফোট গাছে, ফুল ফেরে ছাওয়ার কোলে । 88