পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমস্ত ভীলদের মধ্যস্থলে রক্তের তিলক পরে গোহ যুবরাজ হয়ে পিড়েয় বসলেন, তখন বুড়ো মাগুলিকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল। ভালরাজের এক ছোটে। ভাই ছিলেন । দশ বৎসর আগে একদিন কী-জানি-কী নিয়ে দুই ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল, সেই থেকে বিচ্ছেদ, দেখাশোন পর্যন্ত বন্ধ ছিল। গোহ যুবরাজ হবার দিন মাগুলিকের ছোটো ভাই হিমালয় পর্বত থেকে ভীল রাজত্বে হঠাৎ ফিরে এলেন, এসে দেখলেন, রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে বসেছে । রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল, তিনি রাজসভার মাঝে মাগুলিককে ডেকে বললেন--"এ রে ভাইয়া ! বুড়ে হয়ে তুষ্ট কি পাগল হয়েচিস ? বাপের রাজ্যি ছেলেতে পাবে, তোর ছেলে হল ন, তোর পরে আমি রাজা ; রাজপুতের ছেলেকে পিড়েয় বসালি কী বলে । মাণ্ডলিক বললেন—‘ভাইজি, ঠাণ্ড হ | ভাই-রাজ বললেন-—ঠাণ্ডা হব যেদিন তোরে আগুনে পোড়াব।' এই বলে মাগুলিকের ভাইজি বাগে ফুলতে-ফুলতে রাজসভা থেকে বেবিয়ে গেলেন। মণ্ডলিক বললেন—“দূর হ, আজ হতে তুষ্ট আমার শক্র হলি । তা-পর সোজ হয়ে সিংহাসনে বসে গোহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভাল সর্দারদের ডেকে গোহের কপালে হাত দিয়ে শপথ করালেন, যেন সেইদিন থেকে সমস্ত ভীল-সৰ্দাব বিপদেআপদে সুখে-দুঃখে গোহকে রক্ষা করে— গোহেব শত্র যেন তাদের ও শত্র হয় । তারপর রাজসভা ভঙ্গ হল । অনেক ! মোদ-আহলাদ করে গোহ বীরনগবে ফিরে গেলেন । সেইদিন কী ভেবে গভীর রাত্রে ভীলব জ মাগুলিক গোহের কাছে চুপি চুপি গিয়ে বললেন—গোহ, আমি তোকে ছেলের মতো ভালোবাসি, তোকে আমি রাজ করেছি, তোর ছুরিখানা আমায় দে, আমি নিজের হাতে তোর শক্রকে মেরে আসব।' গোহ কোমর থেকে নিজের নাম-লেখা ধারালো ছুরি খুলে দিলেন। ভালরাজ সেই ছুরি হাতে বেরি, পড়লেন। পাহাড়ের গায়ে ጭ »