পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসে রইলেন কেন ? অস্ত্যজন বললে—‘গোহ প্রতিজ্ঞা করেছেন, যতদিন বুড়ো বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন । মাগুলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হল ; তিনি হাসি-মুখে মনে-মনে বললেন—ধন্য গোহ ! ধন্য তার ভালবাসা । হঠাৎ সেই অন্ধকারে কার নিঃশ্বাসের শব্দ শোনা গেল । মাগুলিক ফিরে দেখলেন, ছোটো ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘনিঃশ্বাস ফেলছে ! বুক যেন তার ফেটে গেল, তিনি ‘ভাই রে!' বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন । পাথরের গায়ে লেগে গোহের সেই ছুরি, শিকারী কুকুরের দাতের মতো ভীলরাজের বুকে সজোরে বিধে গেল— পাহাড়ে-পাহাড়ে শিয়ালের পাল চিৎকার করে উঠল— হায় হায়, হায় হায় হায়, হায় হায় হায় ! পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগবে যেতে-যেতে এক জায়গায় দেখতে পেলেন—ভীলরাজের রক্তমাখ। দেহ, বুকে মহারাজ গোহের ছুরি বেঁধা ! রাজপুত সেই ছুরি হাতে গোহের কাছে এসে বললেন—‘মহারাজ কবেছ কী ! তাশ্রয়দাত চিরবিশ্বাসী ভীলরাজকে খুন করেছ ? গোহ তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। তারপর সেই রক্তমাখা ছুরি কোমরে গুজে, তুই হাতে চক্ষের জল মুছে, ভাই-রাজার সঙ্গে প্রাণের চেয়ে প্রিয় মাগুলিককে চিতাব আগুনে তুলে দিয়ে, সূর্যবংশের রাজপুত্র গোহ ভীলরাজের রাজসিংহাসনে বসে বাজত্ব করতে লাগলেন । 이 있