পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চগব্যি আনতে বলি। ভয়ে তখন রক্ত জল হয়ে গেছে। ছোটাে পিসি দিয়েছেন হুকুম গঙ্গাজলের ; কেন যে রামলাল পঞ্চগব্যির কথা তুলছে সে প্রশ্ন করবার মতে অবস্থার বাইরে গেছি তখন । মনও দেখছি ঠিক সেই পর্যস্ত লিখে বাকিটা রেখেছে অসমাপ্ত। আমার ব্যাপটাইজ হবার কথা মনেই ছিল না। আর কিছুদিন হল কোন হোস্টেলের বাঙালি ছেলেরা আমাকে নিমন্ত্রণ দিয়েছিল। সেখানে পাতে যসে দেখি দেশী খাবারের মধ্যে এক টুকরো করে মাখন মাখানে পাউরুটি। দেখেই আমার সেই ৭৪ খৃঃ অব্দের রুটি খাওয়া মনে পড়ে গেল। ছেলেদের শুধোলেম ‘রুটিখানা কেন রসগোল্লার সঙ্গে ? সর্দার পোড়ো একটু হেসে বললে— ওটা আমরা সব ছেলেদের মধ্যে চালিয়ে দিয়েছি মশায় ’ w86.