পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—আপনাদের ছবি দিতে হবে। — সে তো দেব ; কিন্তু ছাপাবেন কী করে ? তা ছাড়া খরচ পোষাবে কি আপনার ? তিনি বললেন– তার জন্য ভাবনা নেই– খরচ যা লাগে লাগুক। সচিত্র কাগজ বের করতেই হবে। আর ইণ্ডিয়ান প্রেসের সঙ্গে ব্যবস্থা করব— চিন্তামণিবাবু আছেন— তিনি ছাপিয়ে দেবেন। বললুম— আচ্ছ, ছবি দিয়ে যাব এবার থেকে ; ছাপাবেন আপনি, কাগজে । রামানন্দবাবু আমাকে চিন্তামণিবাবুর কাছেও নিয়ে গেলেন। তিনি রাজী হলেন ছবি ছাপিয়ে দিতে । বললেন – একজন আটি স্ট দিন-না আমায়- এ কাজের জন্য । যামিনীকে দিলুম তার কাছে । ছবি ছাপ8 হতে লাগল। প্রথম ছবি ছাপা হয় —আমার শাজাহানের মৃত্যু, ছবিখানি তখন দিল্লীর দরবার ঘুরে এসেছে— সেখানাই দিলুম। তখনো রামানন্দবাবু কলকাতায় আসেন নি— প্রবাসেই আছেন। রঙিন ছবি ছাপা হয় নি এর আগে। উপেন্দ্রবাবু হাফটোন করতেন ; কিন্তু রঙিন ছবি ছাপা হয়ে বের হয় প্রবাসীতে প্রথম । - ছাত্ররাও তখন উৎসাহিত হয়ে উঠল, তাদেরও ছবি ছাপা হয়ে বের হতে লাগল। আমিই বেছে বেছে প্রতি মাসে রামানন্দবাবুকে ছবি পাঠাতুম। তিনি বলেছিলেন– আপনি যা পছন্দ করে পাঠাবেন— তা-ই ছাপাব। ঐ পর্যন্তই কথা হয়েছিল আমাদের । এতকাল ধরে সেই কাজ সমানভাবে তিনি চালিয়ে দিলেন। যে কথা দিয়েছিলেন – ‘আপনি নিশ্চিত থাকুন, ছবি দিয়ে যান, আপনাদের ছবি আমি প্রকাশ করব—’ সে সত্য চিরকাল পালন করে গেলেন । কত বাধা তিনিও পেয়েছিলেন—থাকৃ সে সব কথা আজ। আমিও পেয়েছিলুম অনেক বাধা । ব্লান্ট সাহেব বলতেন— এই-সব চীপ রিপ্রোডাকশনে আসল ছবির ক্ষতি করে। সোসাইট থেকে প্রিন্ট করাও, ভালো জিনিস হবে। আমি বললুম—সাহেব, সে তো দামী জিনিস। শৌখিন কয়েক জন লোক মাত্র ক্লিনবে তা । আমাদের দেশের লোক দেখতে পাবে না আমাদের দেশের ছবিকে । দেখতুম তেী— একজিবিশন হত— צפS\