পাতা:অবলা প্রবলা.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরশ । সৰ্ব বর্ণসুবর্ণ পাইয়া যে পরশ ॥হেন ধনে বঞ্চিত করিল বিধি যায় । কি সুথ এদেহে তার থাকে আর যায়। বহিয়া বেড়াই মিছে যৌবনের ভার। মিলন না হয় যদি স্বামী সমিভার । কি কাজ আমার এই ভূষণ বসনে । হেন কালে নাহি দেখা হুৈল যুব মনে । কি ফল পাইলে পতি বহিলে এ কাল ; ঔষধে কি কার্য্য পীড়িতের ছৈলে কাল ৷ এই মত মনঃখেদ কহি বার হার নয়র যু গলে গলে বার অনিবার । শুনি দারীর মণি; কোন সর্থী বলে । অবোধের মত ক করই কি বলে । রাজার নন্দিনী ভীম তাতে মধনৈ: | নাহি পারে পতি ধনি নৃপধন বিন । ছথে লিসা fদত। কেন হৎ আকারণ । সকলে চিন্তিত স্তন লিভার কারণ । মন্মণে কি ভয় পাবে মনোমান্ত পতি। যোগ্য পত্র দেথি দান করিবে ভূপতি : তবে যে বিলম্ব হওয়া বিধির নির্ণয় ; ফুটিলে বিয়া র ফুল কে করিবে নয়। ভমি ত চতুরা খনি শাস্ত্রের এ মত । তবে ছেলে প্রায় কেন করিছ এমত । এই ৰূপ নানাবিধ মিঃ মিষ্ট ভাষে । সব সঙ্গচ রী রাজ তনয়াকে ভাযে । বুঝিয়। সর্থীর বাক; করয় গমন । মলয় মারুতে করে ডগ মগ মন । { ☽Ꮹ ?