পাতা:অবলা প্রবলা.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবল । לכב. মিথ্যা সেই বাক্য ইথে নাহিক সন্দেহ। এবে বুঝি হর শত্র, সেই পঞ্চশর হর ভাবি মোর অঙ্গে বিন্ধি তেছে শর। শুন কাম একি ভুন্তি আমি নহি হর । বিনা অপরাধে মোর প্রাণ কেন হর ৷ কপালে সিন্দুর চিহ্ন হুতাশন নহে। শিরে বেণী ফণী জ্ঞানক রিছ কেন হে! কালকূট নহে কণ্ঠে নীলমণি হার । অবিচায়ে কেন বাণ করিছ প্রহার । বাঘাম্বর নন্থে কীট শোভিছে বসনে। কি লাগিয় শত্রভাব তত্ত্বে মম সমে । ভয় লেপ মস্থে অঙ্গে চন্দনে চণ্ডিত । মিছা বোধে বধ কেমন তব চিত । তোমার মস্থিত মম ন} আছে বিবাদ । বার স্বার কেন আল্প সাধিত্বেছ বাদ ৷ যদি ওহুে ৰূপবর হওঁ পঞ্চবাণ। পঞ্চাননে প্রহার করহ পঞ্চবাণ ।। না হও যদ্যপি মায় তবে কেন মার । হেরিয়! তোমার অঙ্গু বিনাশে মানার । ইথে অনুমান করি হবে শত্র, তার । সেই হেত্ত প্রকাশিছ গুণ শত্র,তার ৷ তোমারে যে মিত্র ভাবে ভাবে রূপ রীত । অনঙ্গ সে অঙ্গ চাহে অনঙ্গ করিতে। এবে নাকি তব মুখচন্দ্রের সুধায় । আশা করি মানস চকোরা মোর ধায় । শত্রু, সহ প্রণয় হেরিয়া বুরি মার । তেই সদ। আমারে কল্লিছে মার মার। থাকে যদি বীরদপ ওহে রস