এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শ্ৰীশ্ৰীজগদীশ্বরীয় নমঃ।
অবল পুর্বল নামক গ্রন্থ।
অথ গণেশ বন্দন । দীর্ঘ ত্রিপদী ছন্দ । নমো নমঃ নিযুক্তর, তুমি সৰ্ব্ব বিমুহুর, স্মরহর দেবের তনয়। মূষিক বাহনে গতি, অগতি জনের গতি, গণপতি আতি দয়াময় ৷ কিবা ৰূপ মনোহর, ত্ৰভুবন মনোহর, আমি তার কি দিব প্রমাণ পদ তল প্রভাকর, বিনিন্দিত প্রভাকর, নথে নিশাকুর । ন থান। তাহেকত শোভাপায় রতন নূপুর পায়; বাজে সুমধুর রুণুঝুন। যেন বসি শতদলে, বীকে২ ভূঙ্গ দলে, পিয়ে মধু করে গুণ২। উরু নিৰুপম বরং । নাভি মৃধা সরোবর, রোমাবলী কিবা শোভাকর। লম্বোদর থঞ্জ কায়, হেন আর আছে কায়, আজানু লম্বিত চতুযুর । তাহে দিয়া স্বস্তুবালা, সাজাইল গিরিবাল, সেৰপ কি বৰ্ত্তিবারে পারি । স্বৰূপ কি ৷ দিব তার, স্বরূপ নাদেথি আর, শঙ্খ চক্র গদাম্বুজ
( , ) -