পাতা:অবলা প্রবলা.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28s অৰলা প্রবল। মোরা নাহি জানি ছল ৷ কি দিব তোমারে মম কি আছে সম্বল । জীৰন যৌবন আদি দেহ আর মন । করে২ তব করে করিব অর্পণ । অধিকন্তু রীতি মত কর্ম্ম যদি কর । মধ্যে পুরস্কার পাবে যুববর li মনোহর কহে শুন রাজার জমারি । অগ্রিম কি ঞ্চিত বিনা থাকিতে না পারি । শুনিয়া সুন্দরী হেসে কহে স্বারবার । এ দেশের অগ্রিম নাহিক ব্যবহার। কর্ম্ম লব অগ্রে বুঝে পুরস্কার পরে । এই মত রীতি নীতি ম ম এনগরে ৷ তবে যদি নিতান্ত ন ছাড় মতিমান অধিক কি দিব জার কৈলু বাক্য দান । নাগর কহিল সুধু কথায় কি ফল । কার্য্যে তে হইলে পরে বুঝির সকল ৷ এইমত নানা বিধ রস রঙ্গ ভরে । চলিতে ২ হাস পরিহাস করে। আগে২ সূলোচনা করিছে গমন । নারী বেশে তার পরে নৃপের নদন। আরং সর্থী গণে আগে পাছে যায় । নৃপবল গজেন্দ্র গমনে মাঝে তায়। রুণুঝুনু করি বাজে চরণে নুপুর। ক্রমেই সবে আসি প্রবে: শিল পুর। পঞ্চ সর্থী সঙ্গে ছিল বৃদ্ধি এক জন । কেহ পাছে দেখি তার জিজ্ঞাসে কারণ। এই চিন্ত৷ করি তবে সখীগণে কয়.। সকলে গমন করা উপযুক্ত নয়। সুলোচনা শুনি কহে এই সে উচিত।