পাতা:অবলা প্রবলা.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবলা । St A রোষ । বিচারিয়া দেখ দেথি কার হয় দোষ ৷৷ শুনি বাক্য মোহিনী কহিছে পুনরায় । কহিলে যথার্থ বটে ওহে রসরায় । এক তেজে আর জনে সঁপি বারে মন । যুবক যেমন তব নারী কি তেমন ৷ এই মত কত রাজ নন্দিনী কহিল। যুবরাজ পুনঃ তার প্রত্যুত্তর দিল। উভয়ের বাক্য শুনি সখীগণে কয়। বুঝিতে নারিনু মোরা জয় পরাজয় ; ঘুলোচনা কহে ভাল হইবে উদ্দেশ । গ্রেমলতা আমাদের প্রেমিকের শেষ ! জিজ্ঞাসিলে ইহুর মীমাংসা ভাল হবে । তারে ডাক দোষ গুণ বিচাfরয় কবে । প্রভাতে কানন হৈতে পুরী প্রবেশিতে। প্রেমলত। সহচরী নাপায় আসিতে ৷ ষট স্থাঁ শঙ্কা করি ব৷ হিরে রছিল। এত বলি সুলোচনা ডাকিতে চলিল । অউ লিকা হৈতে নামি যাইয়। বাহিরে। প্রেমলতা সহ পুনঃ আসে ধীরে ধীরে। দ্বারে প্রবেশিতে দ্বারা নাহি ছাড়ে তায় । সুলোচনা বুঝাইল কপট ছলা য় । সুন্দরী ইহার নাম শুন ওহে স্বারি। সখী করি বেন এরে রাঙ্গার জমারী। ধর্ম্মেতে নিপুণ অতি কমে বিলক্ষণ পঞ্চসখী ছিনু মোরা হৈনু ছয় জন। এতেক শুনিয়া দ্বারী দ্বার ছেড়ে দিল । হরষিত মনে দোহে পুরে প্রবেশিল ৷ মোহিনীর মন্দিরে হইল