পাতা:অবলা প্রবলা.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ઉન્ન অবল প্রবলা । - উপনীত । হেরি অন্য সখী সৰে হৈল পুলকিত । যুব যুবতীর কৌশলের বিবরণ । জ্ঞাত হৈল প্রেম লতা সর্থীর সদন ৷ এক সহচরী বিদ্যমানে রক্ষা নাই। তাছাতে হইল পঞ্চ সর্থী এক ঠাই। যুবরাজে সম্বোধিয়া প্রেমলত কয় । কি দোষ নারীকে দিলে কহ মহাশয় । মনোহুর হাসি কহে শুন সহচfর । অধিকাংশে কামিনীর গুণ দৃষ্ট করি । হৃদয় কঠিন আর একে নছে স্থির । এই দুই দোষে নিন্দ করি রমদীর । শুনি যুবকের বাণী বলে প্রেমলত। কোন নারী কহু দুই পুরুষেতে রক্তা। পরাধীন সত্ব কালে এক মাত্র গতি । পতির মরণ সহ মরয় যাবতী । অন্য জনে অভিলাষী কদাপি ন হয়। যে হয় তাহারে লোকে বীরাঙ্গনী কয় । কিন্তু দেথ পুরুষ করিলে শত নারী কুযশ না হয় তাছে অনুরাগ ভারী। কাজেই বাড়ে তাহে উৎসাহ যুবার। এক ছেড়ে আরে লয় আর ছেড়ে আর । দৃষ্টান্ত তাহার এক দেখ মধুকরে । গদিনী তেজিয়া গুঞ্জে মঞ্চ শান করে । তেজি গুঞ্জে গঞ্জে পুনঃ মালতীর পাশে । আরবার আর ফুলে ধেয়ে ধেয়ে আসে । কিন্তু সেই কমলিনী আদি পুল্প চয় । আলি তেঞ্জি কথন কি অন্যেরত হয়। আর দেথ মধৃবৃন্দাবনে