পাতা:অবলা প্রবলা.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ - অবল প্রবল । বরঞ্চ অন্তরে আর হব পুলকিত। তবে কিনা পৰ্বকাল্প ভাব যাবে দূরে । আই থেদে কভু কভু মরিব ছে ঝুরে । ঠাঙ্গর কন্যার ছিল আইবড় জালা। তোমা হেন পতি পেয়ে সুখী হৈল বালা ৷ অগ্রে ধনী আপনি ছিলেন বিরহিণী। তেই বিরহিণী ভাল বাসিতেন তিনি। এবে সে বিরহ জাল বিধি কৈল দূর । সুথে রবে ঠাঙ্গরাণী লইয়া ঠাঙ্গর । সেই সঙ্গে আমরা নিয়থি সুখী হই। বলিতে কহিলে তাই এত ভেঙ্গে কই । যা হয় মে হবে পরে এখন সবার । দেহ দেখি যুব কিবা দেহ পুরস্কার । রায় বলে দেহ পুরস্কার দিলে পরে । তোমাদের উপকার কেব। শোধ করে । যতনে মোহিনীরত্ব মিলালে আমায় । সে গুণে রহিনু ঋণী থাকিতে এ কায় । মন বঝাইতে তব কিবা দিব আর । এত বলি নানা রত্ব কৈল পুরস্কার। কালী কহুে যুবরাজ চক্ষুলজ্জা নাই । আমি এত বকে মারি নহে এক পাই। অথ মনোমোহিনীর সহিত মনোহরের -- ধিলাস সূচনা। পয়ার। সর্থী সবে অনিন্দিত হয়ে অনন্তর । আপনখ কার্যে হইল তৎপর। ফুলের ব্যঞ্জন করে লয়ে কোন জন। যুব যুবতীর অঙ্গে করয় ব্যজন । আ