পাতা:অবলা প্রবলা.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ অবল প্রবলা । কর দ্বয় ধরে রমণী আতঙ্কে । উলঙ্গে নবোঢ.া সরমেতে ঘামে থর থর থর থর কাপে অঙ্গ কামে । মথে বাক্য কৈতে বাধে লাজ ভারে । কত কৈল মান আকারে প্রকারে । নিতান্ত অবাধ্য দেথে স্বীয় নাথে । একান্তে সে কান্তে কম্বে ভক্তি সাথে । হে বিজ্ঞ প্রেমজ্ঞ প্রিয় প্রাণ ভর্ত্ত । এ ভার্যের র্য্যে তুমি নাথ কর্ত্ত। অসহ্য অধৈর্য কেন হেম হৈলে । কি লভ্য অভব্য কাজে বল কৈলে ; হে কান্ত হে শান্ত কর মোরে রক্ষে । অযোগ কর! জের নারীর পক্ষে । সে বাক্যে উপেক্ষা করে রমণীর । সুরঙ্গ প্রসঙ্গে ফহিতেছে ধীর । কি জন্য হে ধন্য ধরেশ স মারি । ভয়াত্ত ও চিত্ত হতেছে তোমারি । এ কষ্মের মর্ম্ম নবোঢ়ন নাজানে। ই থে জোর ভিন্ন সুথ নাহি মানে । আনন্তে নিজস্কে নিল মোহিনীরে । প্রমত্ত অবগাহনে প্রেমনারে । সুযোগ্য রসজ্ঞ নিজাম্যে সহাসে । চুচুকত চুম্বে যুবতীর মাসে ৷ সচ শস্তু শীর্ষে ধরে পদ্ম হন্তে । ধনী কম্পে অঙ্গে করে ধরে ত্রন্তে । বিনয়ে স্বকান্তে কহিছে সুধীরে । নথাষাতে বক্ষ জ্বলিছে রুধিরে । করুণ করন ধরন। হে জোরে । একার্য্যে কি কার্য্য কর রক্ষা মোরে । নিতান্ত অশান্ত হয়ে থাক কান্ত।