পাতা:অবলা প্রবলা.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* অবলা প্রবলা ৷ ষোড়শী বগলী আর তার। ভবের ভাবিনী ভব: নেশ্বরী ভৈরবী । পদতলে বিনিন্দিত প্রভাতের রবি ৷ কালৰূপ ধূমাবতী মাতঙ্গী কমল। যে পদ ভৰিলে যায় অন্তরের মলা । শ্রুতি স্মৃতি নাহি জানে গুণাদি যাহার । সকলের চরণে আমার পরিহার। পাতালে বাসুকি আদি নতি নাগানন্তে। সতীর একান্ন পীঠ বন্দি তদনন্তে ॥ক্ষারগ্রাম যুগ দ্যায় ভৈরব সহিত । কোটি পরণাম চাহিয়া স্বহিত । কালীঘাটে নকুলেশ দেবী তাহে কালী । যেনাম জপিলে যায় অন্তরের কালী । সম্বন্ত বি. মল দেবী বন্দ ঈরুক্ষেত্রে । সবে ছও উদয় হৃদয় ৰূপ ক্ষেত্রে । ভীম রুপ। সতী শিব কপালী বিভাসে । শক্তি অনুসারে দাসে সকলে সস্তাষে। আমরী অমর পদ বন্দি তিরতায় । শ্রীপর্ব্বতে সুন্দরী সুন্দর নন্দ তায় । গগুকাতে গণ্ডকী ভৈরব চক্র পাণি । পদপুন্তে প্রণতি করিয়া যোড় পাণি ॥ মহারুদ্র বারাই বামেশ অন্নপূঞ্জ। পঞ্চসিদ্ধ করতোয় যাহে পরিপূম্ভ। নারায়ণী সংক্রর ভৈরব গুণধাম । নমস্কার চরণে অনলে যার ধাম । ভুব: নেশী সিদ্ধ শিব কিরাটকোণায় । বন্থিতে নাপারি ষার গুণের কণায় । কেশ জালে ভূতেশ চণ্ডিকা