পাতা:অবলা প্রবলা.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবল । * 3 সঙ্গিনী গণে ডাকিয়া সুন্দরী । একে জিজ্ঞাসিল উপায় কি করি ৷ কোথা রৈল প্রাণপতি, ভুলিয়। আমায় । বিরহে ন রহে প্রাণ ববি যায় যায় { পতি সে পূরুষ জাতি নিষ্ঠুরের শেষ । তার লাপি দুঃখভাগী অভাগীর কূেপ । তাছার মনেতে অনি নহি এক বার । মোর মন কেন তারে চাহে অনিবার । মনে করি সখি তারে না করিব মনে । ভুলি য়। ভুলিতে নাহি পারি প্রাণপণে । কি হল আমা রে সথি বল দেখি তোরা । সদ; মনে পড়ে কেন সেই মনে চোর। মন যে হয়েছে মোর কি বুঝি বে অন্যে। কিছুতে না মনোযোগ মনোহর জন্যে। মন ভাঙ্গা জন প্রায় করে হই হেন জন কই যে মনের কথা কই । মনে হরি মনোহর ব্লহে মনঃসুথে। মন্দিরে বসিয়া মন কাদে মোর দুঃথে। এ দুৰ্গতি কে নাশিবে কোথা সেই জন । স্থাগো সথি পাব না কি বধ, দরশন। সর্থী বলে ধৈর্য ধর ওগো রাজবালা । তোম। হেন কত জন সহে কত জ্বালা । নিতান্ত অবোধ ন ও শান্ত কর মন । কস্তি তব অবশ্য আসিবে নিকেতন । পুরুষ ভুর জাতি ফেরে ঠাই২। কোন নারী ধৈরজ না ধরে বল তাই। এই ৰূপ সৰ্বকাল সৰ্ব দেশে মাছে । জড়ায় সকল