পাতা:অবলা প্রবলা.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ಕ অবলা প্রবল । জ্বাল বধু এলে কাছে। ছিছি খনি প্রবীণ তো মারে মোরা কই । বুঝে দেখ দেথি নাথ কার তোম। বই। তবে যদি বল কেন নাচাহে এ দিকে। বিলম্ব হুয়েছে কোন কর্ম্মের গতিকে ৷ এইৰূপ সখীগণে বুঝাইল তায় । না শুনিয়া শশিমুখী করে হায় হায় । অনস্তর কহে ধনী সবাকার স্থানে। যাব আমি সঙ্গোপনে পতির সন্ধানে । যদ্যপি সুহৃদৃ মোর তোমা সবে হও । সকলে মেলিয়া মোর পরামর্শ লও । পুরুষের বেশ মোরে সাজাইয়৷ দেহ । যাইব স্বস্তুন্দে চলি না জানিবে কেহ। যাবত না আসি আমি নিকেতনে ফিরে । এ কথা প্রচার নাহি করিবে বহিরে । পীড়া হইয়াছে মোর বলি রটা হবে । দেখিতে আইলে কেল্লাহু দেথিতে না দিবে। যদি তাহুে কোন জন জিজ্ঞাসে কারণ । কহিবে ধনার ছথে আছয় বারণ । গেলে যোগ হৈলে পরে পীড়। বৃদ্ধি পায়। নিৰ্জ্জ নে থাকেন ভাল নিরথি সদায় । এইৰূপ বলে কয়ে বুঝাবে সকলে । কাজে২ ভেবে চিন্তে সবে যাবে চলে । আমি এথা পতি অনেযিয়া দেশ দেশ। ফিরে আসি যাহয় করিব অবশেষ। শুনি যুক্তি সক্ষ্মীগণে উঠিল শিহরি । একি কথা ছেলে