পাতা:অবলা প্রবলা.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা গ্র বঙ্গ । 'సని নামে সহচরী । মনোহরে সাজাইল নারী বেশ করি ৷ তার পরে গৃত্বে আনি নৃপতির বাল। করিল যুবার সঙ্গে পরিবর্তমাল। দিবসেতে দাসী ৰূপে রাথে মনোহরে । রজনীতে পুনরার যুবা দেয় করে। লোক মাঝে এই কথা কুরিল প্রচার । দাসী এক রেখেছি সুন্দরী মাম তার । তদবধি নারী দেশে মনোহর রায় । মনোমোহিনীর সঙ্গে রছিল তথায় ; অতএব সেই থানে যাওঁ শীঘ্রগতি। আমার কৃপায় ন; দৈথ। শাস্কে পতি । এতেক বচন শশী শুণে শুকণে প্রণাম কলি কালিকার ঐচরণে । নম লেশ ভৈধবে করি দর্শন ! অবিলম্বে বাসায় আইল তিন জন । পুজ: সে সমস্ত করিয়া সমাপন। রন্ধন করিয়া সুথে করিল ভোজন । অশ্বে। পরে পরে আমি কৈল স্বারোহণ। শুভ যাত্র: কৈল ভেবে কালীর চরণ । কালিকায় ডেকে কহে ঐকলঙ্গিমার । শুভ যাত্রা করিতে বিলম্ব নাহি আর । অতএব যে দিবস যাইব দক্ষিণে শুন গে। দক্ষিণে কালি দাড়িও দক্ষিণে । অথ শশিমুখীর সদাগর বেশে দিনমণি নগরে প্রবেশ ও রাজার সহিত সাক্ষাত । ত্রিপদী ॥কালিকা উদেশ কৈল, যুবার সন্ধান হৈল,