পাতা:অবলা প্রবলা.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૪eછે. . . . অবল প্রবল । পরদিন শুভক্ষণে সুন্দরীকে লয়ে । সদাগরে কৈল দান কন্যাকরা হয়ে। ধুম ধাম টলং হইল সহর । হরিশের দেশে সবে হরিষ অন্তর। শুভলগ্নে শুভ কর্ম্ম করি সমাপন করাইল নৃপ ব্রাহ্মণাদিকে ভো জন। সদাগর সুন্দর বাসরে প্রবেশিল । নৃপতি উঠিয় নিজ আলিয়ে আইল । কালী ক হুে কামি নাকে ঘাই বলিহারি । যুব ও ছইল পতি পত্তি ऐश्ल नार्ध्नौ । অথ সাগর ও সুন্দরার কথোপকথন। পয়ার ছন্দ । বা সরে প্রবেশ করি কান্ত সদাগর । আনন্দেতে পরিপূঞ্জ হুইল অন্তর । রাজার প্রেরি ত অন্য নারী গণ সঙ্গে । প্রথমতঃ আলাপ করিল নানা রঙ্গে। সকলে মন্তেষ করি বাক্যের কৌশলে । অনন্তর সুন্দরাকে সম্বোধিয়া বলে । প্রাণপ্রিয়ে কোলে করি বৈস এক বার। জুড়াঙ্গ জীবন আজি গ রশে তোমার। ছেলে কর মধুমাথ। ভাষা বরিষণ। শ্রবণ সার্থক হউককরিয়াশুবণ ॥নয়ন খঞ্জন পার্থী নাচাও ফিরিয়। নয়ন সফল করি নয়নে হেরিয়৷ ৷ হাসিয়া২ যত কহে সদাগর । সুন্দরী শুনিয়া তত গণয় ফাপর ; মনে২ করিতেছে কি করিব এর । বিপদ ঘটিবে বড় ঘদি পীয় টের । কহিল বিস্তর