পাতা:অবলা প্রবলা.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল। প্রবল । *、*、金 মান্ন উত্তমাম উত্তম ব্যঞ্জন ৷ রাম আসি চারি থানি পাত করে দিল । নাগর হেস্ট্রিয় ভাবে বিপদ ঘটিল। দাস হয়েছিনু তবু সেও ভাল ছিল। এৰে বুৰি জাতি দল সকল মজিল ৷ কি জানি আমারে যদি বলে থাইবায় । কার ভাত খাব বড় ঘটাইল দায় । এই মত নাগর করিড়ে বিবেচনা । মুচকি২ হাসে বুঝে তিনজন । রাজবাল চিন্তিত হইল মনে মনে । কাস্তে রাথি অগ্র আমি থাইব কেমনে। কfরল ছলনা এক ভেবে ক্ষণ করিতে পতির পাতে প্রসাদ ভক্ষণ । জনস্তর গুহে শঠ বলে ডাক দিল শঠ ভালে শঠভালাগার বুচাইল।পাছে আই অন্ন মোরে থেন্তে দিতে চায় । ভেবে চিন্তে আজ্ঞ বলি নিকটেতে যায় ! সদাগর কন্থে 4छ्रे হইয়াছে পাত । যা হয় তা দিয়া দুট থেয়ে লও ভাত ॥নূতন মানুষ তুমি আমাদের ঠাই। তোমার ভোজন বিনা কে মনেতে থাই। শঠ বলে ধরি পায় ক্ষমা কর প্রভু। অন্যের রন্ধন আমি নাহি থাই কতু। আজ্ঞা দেহ নিজে রান্ধি করি ভোজন। সদা গর শুনি কহে এ আর কেমন ৷ আমার মানুষ ভূমি রহ মোর পাশ। মোর ভাত নাথাইলে স্থবে উপহাস । সদাগর জাতি তাতে ভল্য মোর নাই ।