পাতা:অবলা প্রবলা.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অবল প্রবল ৷ কহে নিজ ৰন্ধুবৰ্গ লয়ে ৷ বান্ধবের মধ্যে কেহ হই য়া উল্লাস । ইতিহ শুনিতে ইচ্ছা কৈল তার পাশ । আর২ সকলে তাহাতে দিল সায় । শুন বলি গ্রন্থকর্ত্ত বিবরিয়া যায় । আছিল বিক্রমাদিত্য নামে নরপতি । প্রতাপে রাবণ তুল্য জ্ঞানে বৃহস্পতি । নবরত্বে শোভে সভা আদি কালিদাস । বিবরিয়৷ কত তার করিব প্রকাশ ৷ এক দিন কথায় কথায় নৃপ রায় । প্রশ্ন এক জিজ্ঞাসিল বসিয়া সভায় ৷ কহ দেখি সভ্যগণ ইহার সন্ধান । যুবক যুবতী মধ্যে কেব। বলবান । ফাহার নিকটে কেব। মানে পর। জয়। বিশেষিয়া বিবরণ বল সমুদয় । শুনিয়স ভাস্থ সবে করিল উত্তর । অবল প্রবল ৰূপী সবার উপর । পুরুষ যদ্যপি ছয় মহা বল ধারী । পরাস্ত করিতে পারে ক্ষীনাঙ্গিনী নারী। রাজা কহে একেমন করিলে বিচার। উভয়তঃ সৃষ্ট বস্তু এক বিধাতার। তাহুে তার তম্য বলে কি প্রকারে বলি । ইহা তে আমার যুক্তি দোহে সম বলী। বিলক্ষণ বিবে: চনা কর যদি সবে । বরঞ্চ পুরুষে তবে বলবান কবে ।পরাধীন হয়ে রাম। রন্থে চিরদিন। সরিরার শক্তি হীন জালে বদ্ধমান । এই ত নারীর ভেদ সহজে অবলা । জেনে শুনে ডাকে লোকে বলিয়।