পাতা:অবলা প্রবলা.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪২ অব ল প্রবল 1 । উপস্থিত হইব তথায় । মোর গলে মালা দিতে কহি বে তাহয়। নভবা মিলনে আর না দেথি উপায় । শুনি ধনী সাত পাঁচ ভেবে দিল সায় । চন্দ্রমাল। এই ৰূপ পেয়ে উপদেশ । গমন করিল শেষে আপনার দেশ । পুলকিত হুইল মাগর মনে২। কালাঙ্গমার গ্রন্থ পদ ছন্দে ভণে । অথ মনে হরের স্বদেশে গমন ও মনোমে কি মীঃ সহিত পুনর্মিলন। দীর্ঘ ত্রিপদ । চণ্ডারে করি কি দায়, সাঞ্জিল রসিক রায়, আমিবারে আপনার দেশ । বিশেষতঃ হৈল মনে, ভাই বন্ধু আদি জনে, আর পিতা জননীর কুেশ । কে রাথিতে পারে আর, চিন্তিত নৃপঙ্গমার, জানাইল গৌরী ভূপবরে । লয়ে যেতে বনিভায় নরপতি শুনি তায়, সায় দিল হরিষ অস্তরে li করি নানা অ{ য়োজন, সঙ্গে দিয়া লোক জন, নূপ গৌরীকান্ত অবশেষ। পাঠাইল দ্বস্থিতায়, মনোহর যুবরায়, যা ত্রা করে যেতে নিজ দেশ ৷ বলে কয়ে গুরু জনে, স্ম রি পার্ব্বতীনন্দনে, আরোহণ করিল তরঙ্গে । শশিমুর্থী শিবিকায়, উঠিল হরিষ কায়, সঙ্গে সেনা ধায় চত্তরঙ্গে । এড়াইয়। নানা দেশ, উতরিল অবশেষ, অরুণপুরের সন্নিপান। নৃপ ছিল পথ চেয়ে, বাত্ত