পাতা:অবলা প্রবলা.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

58 অবল প্রবলা । নগরে এক ছিল নরপতি । শশী নামে তনয়। পরমা কপবতী ৷ এক রাজ পুত্র সহ বিভা দিল তার । অশনন্দেতে পরিপক্ষ মন দোহাকার । ইতোমধে নৃপসত ভূমণের ছলে । দেশত্যাগ করিয়াগো পানে বনে চলে ৷ অন্য কোন রাজ্যে এক রাজ কন্যা সহ। সখী ৰূপে মিলিয়া রহিল আই রহ। এথানেতে শশিমুর্থী স্বামী অনেষণে । পুরুষের মাজ করে ভূমে সঙ্গোপনে ॥বহু কুেশে পরিশেষে সঙ্কল পাইল । কামিনীর বেশ ধরি পতি যথা ছিল। সে দেশের রাজা সহ মিলিয়। যুবতী । বি. সাহু করিল সেই নারী ৰূপী পতি ॥ বুদ্ধি বলে উলটিয়া পতি হুৈল নারী। নারীর কাহিনী ভূপ কহিস্বারে মারি । কছিল বিক্রমাদিত; শুন কালিদাস । বিস্তু রিয়া কহ দেথি এই ইতিহাস । এমন অণশচর্য্য কখা শুনি নাহি আর । তৃষ্ঠ করি পূর্ন্ত কর পাবে পুরস্কার । যে সাক্ত বলিয়া কবি করিল প্রচার । সভাসুদ্ধ সকলে হুইল চমৎকার । এই গপ উপরোক্ত বন্ধুগণ যত। গ্রন্থকার মুখে শুনি বাথানিল কত। রচিতে পুস্তকে ইচ্ছ। সবাকার মন । বিশে.ষিয়া কালিদাস কছিল যেমন । বন্ধু মনোরঞ্জনার্থে বন্ধুরানুজ্ঞায়। প্রন্থকার শ্রীকালীঙ্গমার গ্রন্থ গায়।