পাতা:অবলা প্রবলা.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

।। २१ । । “ ” स्वदलः &लिः।। 1।। জমাদার যেন যম, কাহারে বলিব কম, কোত য়াল সেইৰূপ তার ৷ কোড়া হাতে থাড়া রয়, কত শয় কত সয়ং ভয়ে কত করে হাহাকার । কেহ বলে প্রাণ যায়, যত দিন প্রাণ কায়, রবে নাহি হইবে এমন । লার্থী কাল দুপ দাপ, থেয়ে কেহ রাপ২, করি বলে এআর কেমন । কান্দে কেহ পেয়ে তাপ, কোটালিয়া চুপ চাপ, বলে পুনঃ ঘুরায়ে লয়ন । নাহি যদি শুনে তায়, সোটায় লোটায় পায়, গোটায় নাছাড়ৈ কদাচন। হেরি ভাট ভাবে মনে, যাই ন জানি কেমনে, ঘটয় বা বিপদ বিষম। বিদেশী দেথিয় মোরে, পাছে কেহ ধরে জোরে, এযে সব সমনের সম ৷ এইৰূপ ভাবি পরে, বান্ধিয়া সাহসান্তরে, উতরিল নিকটে থানার । পরদেশী জানি তায়, জিজ্ঞাসয় পাহারায়, কোন্থ হায় বলি বার বার ৷ ভাট বলে মোর ঘর, হয় কাঞ্চন নগর, এথা কিছু আছে প্রয়োজন । যাইব ভূপের পাশ, প্রকাশির অভিলাষ, এই আশ বুঝহ বচন । শুনিয়। প্রহরী ধরি, আনি দিল ত্রা করি, জমাদার কাছে ততক্ষণ । সে পুনঃ সুধায়ে তায়, ছাড়ি দিল যাইবায় বুঝিয় বিশেষ বিবরণ । এড়াইয়। হাত তার, তথা হৈতে আগুসার হয়ে