পাতা:অবলা প্রবলা.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবলা ॥t : ૨( কেহ কারে ধরি চাপে, কেহ চাপে ধরি শেষে তীর। কেহ করে হায়২, মল্পগণে ঠায় ২০ কোন দিকে ঝোকে কোন বীর । ভয়ঙ্কর কলেবরং চরণাষাতে বিবর, ধরায় ধরায় কত স্থানে । হেরি ভাট বলে বাপ, ধন্য২ বীর দাপ, প্রভাগে তরাস মনে মানে । প্রলে শিতে দ্বারে পরে কৃতাস্তের সম ধরে, কাহা যাও । বলি দ্বারী তায় । ভাট ভাবে কব কায়, পুনৰ্বার একি দায়, কিৰূপে ছাড়াই এ বেটায় ৷ ভয়ে কোন মতে শেয, বুঝাইল সবিশেষ, সকাতরে সবিনয়ে ভাট। সাধু জানি করি ছাপ, কহে যাও চুপ চাপ । অবিলম্বে ছাড়িয়। কপাট। বিষম পঞ্চম দ্বার, ভাট হৈল আগুসার, কেবা তার কবে বিবরণ । মোগল মাগান কণ, ফিরিতেছে অগণন, পিরুইয়া পারসায়। গণ । থমকে বা কে সাজ, শিরেতে আড়য়। তাজ, ভীষণ বল্লম ধরে করে । হুহুঙ্কারে উAে প্রাণ করে করে থরশাণ, হাতিয়ার ধার শোভাকরে। কেবা কারে যায় রুথে, নিজ রৰ করি মুখে, অন্য মুথে নাহি সরে বাক । চীৎকার ঘের ঘার, কলরব অনিবার, সরিবার নাহি স্থান ফাক কেক। হারে ধরি টানে, ছুড়িয়া ফেলে বিমানে, ভূমে পড়ে করে মহানাদ। পরদেশী লোক যত, বল বুদ্ধি সব - Ç 82