পাতা:অবলা প্রবলা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬: অবলা প্রবলা । দী পুরুষ জাতিতে মোরাইহাকভুনারি। যদ্যপি বিধির বিধি ঘটয় এমন । পুর্বভাব উদ্বীপনে তবু জ্বলে মন ॥একবার যারকরে সপিয়াছি প্রাণ। জী বন থাকিতে নহে অন্য ব্যবধান । নূতন পাইলে ভুলে পুরাতন রস । যুবক হইয় তাহান করে গর শ। দৈবের ঘটন পুনঃ তাই যদি হয়। প্রবীণার সু রস প্রবীন কে ভূলয়। অতএব শুন ধনি নবীনায় মিলে । তোমাসবে না চাহিব কেমনে কহিলে । ধনী কি কথন নাহি চাহে অন্য ধন । একে উপাৰ্জ্জন করি আরে বিড়ম্বন ॥.তোমাসঘাকার গুণে বদ্ধ চিরকাল । থাকিতে বকেয় কর কেবালয় হাল । গ্রহণ করিব আগে তোবাদের কর । তবে ত লইব সেই কর পাতি কর । এতেক শুনিয়া যত নারী গণে কয়। ভালং রসরাজ কৈলে সমুদয়। বলিলে বলিতে হয় থাকিতে নাপারি। নাগর কঠিন যত তেমন কি নারী। যুবতী জনম মিছে পরের অধীন । নুহে যুথী পরে তায় স্থ দিলে বিনা। পরদুঃখে দুঃ রী সদা পর লাগি মরে । স্ত্রী লোক করিল বিধি যাতনার তরে। গত তেজে আগতকে অনুগত করে। যুবকে যেমন নারী কিবা শক্তি ধরে । পুরুষ ভু মর সম প্রস্ফুটিত ফুলে। মধুপান করে তাহে পুনঃ