পাতা:অবলা প্রবলা.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧° অবল প্রবল । - পর সকাল ॥ভুমমতী যুবতী না জানে পরিচয় । সেই পর ক্রমে ক্রমে কত পর হয় ৷ পর সে ষটপদ সম অন্যে না পরশে পরিতৃপ্ত রহে পরফুল্ল ফুল্লব্লসে। অপর যখন তার সে রস ফুরায় ৷ পর পুনঃ পরজ্ঞান করে পরে তায় । পরে ভজে পরে পরে এপরাণ যাবে। তবু কামিনী পরে পর ভাবে ভাবে । পরগ্রেমে পরমাদ কহে পূৱ পর । কোন নারী তাই বলে তেজিয়াছে পর। পরে দিয়া স্থান নিজ হৃদয় উপরে : তার পরে নিজে স্থান নাহি পায় পরে ৷ পর লাগি পরলোক কত লোক হয় । পরেই, পর ভাবে একি প্রাণে সয় । পুরুষে নিদয় তই বলি ওহে বর । নিম ল নারীর ভাব সরল অন্তর। আর রাম বলে শুন ওহে যুবরাজ। বিচারিলে পুরুষের নাহি আছে লাজ ৷ আগে এসে ললন ম জায় ছলনায় । বিচ্ছেদ ভুজঙ্গ দিয়া নাশে শেষে তায় ৷ নাজানে চাতুরী মন্ত্র যুবকের মত। দুরন্ত মদন তাহে পুনঃ করে হত। ভষা করেছিল হরকোপ দৃষ্টি পাড়ি। তথাপি সরল নহে জটিলতা ছাড়ি। একে পতি বিরহ তাহাতে পঞ্চবাণ । অবিরত বরিযণ করে পঞ্চবাণ। পতির চরিত্র ভেবে করে হ৷ হতাশ । কাজে২ কামিনীর প্রাণ হয় নাশ । অবি