পাতা:অবলা প্রবলা.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, *२ অবল প্রবল। শোভাকর ধুকধুকী কণ্ঠহারে জ্বলে প্রভাকর ॥বাহু যুগে ঝোলে কাপ বাঙ্গু মনোহর। কাচলি বিজলী পয়োথরের উপর । বিভূষিত হয়ে ধনী বসনে ভূষণে বসিল নিকটে অসি পতির আসনে । হেরি যুবতীর বেশ বলে যুবরায় । একি২ চন্দ্র মুথি নিরথি তোমায় ৷ করিয়াছ ভূধরের ছটা বুঝি চরি। তেই রাথিয়াছ স্বচ কাচলিতে পুরি । হরিয়াছ কোকিলের ধূনি বুঝি ধান । তেকারণে চুপ করি ছে কি অমনি । সত্য মিথ্যা বঝ যাবে শুনিলে বচন পুনঃ একি কেন মুথে বাপিলে বসল। লাবণ্য ঈ হক জাল পাতি কি রূপ সি। সফর করিয়া একে ধরিয়াছ শশী । রাজার তনয় হয়ে হর পর ধন ; fছ২ ইহ। তবোচিত নহে কদাচন। চোরাধন নৈলে কেন ঢেকে রাথ সবে । হয় নয় কহু কথা একে বুঝি তবে । শশী বলে গুণমণি এ আর কেমন । লাগিল হৃদয়ে বড় কঠিন বচন ।। চরি করিয়াছি বটে সক লের ধন। চোরের উপরে তুমি চুরি কৈলে মন । সত্যবটে দণ্ডযোগ্য হয় চোরচয়। কি হয় তাহার ৰল তার যেবা লয়। আগে ওহে মন চোর। ফিরে দেও মন । তব ও চাম্ভরী পরে বুঝির তথন। মনেথ মলোষ্ট্রর মন হরে লয়ে । এবে কি এড়াতে চাহ মোরে