পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লৎ चाउख्ठानशकूडला नाण्क । শকু ( পিতাকে আলিঙ্গন করিয়া ) তাত ! চন্দনলতা মলয় পর্ব্বত হইতে উন্মুলী হইয়া দেশান্তরে জীবন ধারণ করিতে পারে না ; আমি আপনার ক্রোড় পরিভ্রষ্ট হইয়া কিৰূপে প্রাণ ধারণ করিব । কণু বৎসে ! কেন এত কাতর হইতেছ। প্রধান গৃহিণী হয়ে, নিত্য মহোৎসবে রয়ে, স্বামিপ্রিয়কার্য্যে সদা কালক্ষেপ করিবে । পূর্ব্বদিক প্রভাকরে, যেমন প্রসব করে, হেন পুত্র প্রসবিয়ে সব দুঃখ ভুলিবে । শকু ( পিতার চরণযুগলে পতিত হইয়া) তাত ! তবে আপনাকে বন্দনা করি । راد কণু । আমার যাদৃশী ইচ্ছা তাহাই তোমার হউক । শকু (সখীদ্বয়ের নিকটে গিয়া ) সখি ! তোমরা উভয়ে আমাকে আলিঙ্গন কর । - 啟 সখীদ্বয় । ( তাহা করিয়া ) সখি ! যদি কদাপি সেই রাজর্ষি তোমাকে চিনিতে তৎপর না হন, তবে তুমি তাহাকে তাহার নামাঙ্কিত অঙ্গুরীয় প্রদর্শন করাইও । শকু। সখি ! এমন কথা বলিলে কেন বল, তোমাদের এই উপদেশ বাক্যে আমার হৃৎকম্প হইতে লাগিল। সখীদ্বয় । সখি ! ভীত হইও না, অতিস্নেহ অনিষ্টকে আশঙ্কণ করে ৷ ” - শাঙ্গ। ভগবন্‌ ! স্থর্যদেব অতি দূরান্ধঢ়, শকুন্তলাকে ত্বর করিয়া বিদায় করুন ।