পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

న8 অভিজ্ঞান শকুন্তলা নাটক। সখীদ্বয়। ( শকুন্তলাকে বিলোকম করিতেই ) হা ধিক। হা ধিক , বনরাজী দ্বারা শকুন্তলা আচ্ছাদিত হইল । কণু। ( নিশ্বাস পরিত্যাগ করিয়া) অনস্থয়ে ! প্রিয়ম্বদে । তোমাদিগের সহধর্ম্ম চারিণীতে গমন করিল, সম্প্রতি শোকাবেগ সম্বরণ করিয়া আমার অনুগামিনী হও । (সকলে প্রস্থান করিলেন । ) উৰে । তাত ! শকুন্তলা বিরহিত তপোবন শূন্যের ন্যায় প্রতীয়মান হইতেছে, কি প্রকারে প্রবেশ করিব। কণু। স্নেহপ্রবৃত্তি এৰূপ প্রদর্শিনী হয়। ( সবিমর্ষ ) হায়! শকুন্তলাকে বিদায় করিয়াও আমি এখন স্বাস্থ্য লাভ করিতেছি। দুহিতা পরের ধন, জানিলাম বিলক্ষণ, সংশয় নাহিক কিছু তার । শ্বশুর ভবনে হয়, পাঠাইয়ে ছুহিতায়, স্বাস্থ্যলাভ হইল আমার ॥ প্রমাণ দেখহ তার, যদি কেহ কাছে কার, গচ্ছিত করিয়ে রাখে ধন । যার ধন পুনঃ তায়, যাবত না দেওয়া যায়, তাবত না শান্ত হয় মন ৷ (অনন্তর সকলে নিষ্কান্ত হইলেন । )