পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । ᎼᎸ অনন্তর রাজা ও বিদূষক পরিজন সহিত প্রবেশ করিলেন । রাজা । ( রাজকাৰ্ষ্যের শ্রাস্তি নিৰূপণ করিয়া ) সকলে প্রার্থিত বস্তু লাভ করিয়া সুখী হয়, কিন্তু রাজাদিগের অভীষ্ট সিদ্ধ হইলে কেবল দুঃখেরি বৃদ্ধি হইয়। থাকে। দেখ ! - রাজ্য করিব গ্রহণ, রাজ্য করিব গ্রহণ । এই ভাবে হয় সদা ব্যাকুলিত মন । তাহা হলে অধিকার, তাহ হলে অধিকার । ঔৎসুক্য নিবৃত্তি হয় সুখ হওয়া ভার ॥ এতে পরিশ্রম যত, এতে পরিশ্রম ষত । বিচারিয়ে বুঝিলে না দেখি ফল তত । দেখ ছত্র ধর ক্লেশ, দেখ ছত্র ধর ক্লেশ । আতপের তাপ হতে কষ্টকর শেষ ॥ নেপথ্যে । ( বৈতালিকদ্বয় ( ১৪ ) মহারাজের জয় হউক২ । প্রথম । রাজাদের এই গতি, নিজ সুখে নাহি রতি, পর সুখে সদা মতি যেন তরুগণ । প্রখর রবির কর, রাখিয়ে মস্তকোপর, আশ্রিত জনের তাপ করে নিবারণ ॥ দ্বিতীয়। দণ্ডধারী হয়ে সদা তুমিহে রাজন। কুপথাবলম্বি জনে করহ শাসন ।

ে১৪ স্বতিপাঠক ।

>Nう