পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । ᎼᎽ নেপথ্যে । ( গীতিক ) “খুহ মধুকর তব কেমন ব্যভার। অভিনব মধুলোভে একি অবিচার ॥ প্রফুল্ল পঙ্কজোপরি, বসি মধুপান করি, আম্র মুকুলের প্রেম মনে নাহি আর । , রাজা । আহা ! কি রাগ পরিবাহিনী গীতিকা । বিদু। বয়স্য ! এই গীতিকার মর্ম্ম গ্রহণ করিয়াছতো । রাজা । ( হাস্য করিয়া ) “ এই ব্যক্তি একবার প্রণয় ক রিয়াছে , ইহাই ইহার মন্ম । আমি হংসবতী দ্বার অতিশয় তিরস্কার প্রাপ্ত হইলাম ; সখে মাধব্য ! তুমি যাইয়া হংসবতীকে কহ ষে আমি অতিশয় তিরস্কৃত হইলাম। বিদু। যা আজ্ঞা করিতেছেন, (উত্থান করিয়া) বয়স্য , আপনি পরকীয় হস্তদ্বারা ভল্লকের শিখণ্ডদেশ ধারণ করিলেন, আমি উপায়হীন, আমার নিস্কৃতি नांझे । রাজা। সখে ! যাও, নাগরবৃত্তিদ্বারা হংসবতীকে সা স্তৃনা কর। বিদু। কি করি যাইতে হইল। (ইতি নিষ্কান্ত । ) রাজা । এবম্বিধ গীত শ্রবণ করিয়া আমি ইষ্টজন বিরহিত না হইলেও বলবৎ উৎকণ্ঠিত হইতেছি। দেহিরা হলেও সুখী সুশ্রাব্য শ্রবণে । অকস্মাত উৎকণ্ঠিত হয় মনে মনে ॥