পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Şebr অভিজ্ঞান শকুন্তলা নাটক । যেই নদী নিজকুল করয়ে সংহার। নষ্ট করে সুনির্ম্মল নীর আপনার ॥ পুনঃ যেই তরুগণ থাকে তার তীরে। তাদের সংহার দেখ করয়ে অচিরে ॥ শকু। ভাল, যদি পরিগ্রহে তোমার যথার্থই সংশয় হইয় থাকে, কোন অভিজ্ঞান দ্বারা সন্দেহ দূর করিতেছি। রাজা । ভাল কণপনা করিয়াছ । শকু (অঙ্গুলি স্থান দর্শন করিয়া) হা ধিক্‌, হা ধিক্‌, আমার অঙ্গুলি যে অঙ্গরীয়শূন্য হইয়াছে। (বিষাদ যুক্ত হইয়া গোতনীর মুখেরদিকে চাহিয়ারছিলেন।) গোত। বোধ করি শঙ্করাবতারে সচিতীর্থের জলে স্নান করিবার সময়ে অঙ্গুরীয় অঙ্গ লহইতে পড়িয়া গিয়াছে । রাজা । ( ঈষৎ হাস্য করিয়া ) স্ত্রীলোকের কি প্রত্যুৎপন্ন মতি ! শকু। ইহাতেতো বিধি আমার প্রতি বাদ সাধিলেন, ভাল আর কিছু আপনাকে বলি। রাজা । বল, শ্রবণ করিতেছি । 邨 শকু। একদিন বেতসলতামণ্ডপে, তোমার হস্তে নলিনী পত্র ভাজনে সলিল ছিল । রাজী। ভাল, বলিয়া যাও, শ্রবণ করিতেছি । শকু। তখন আমার রূতপুত্র একটি মৃগশাবক তথায় উপস্থিত হইয়াছিল, “ এ প্রথমে পান করুক, এই