পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । s স্বত্র। আর্য্যে ! ঈদৃশ সভায় শ্রোত্রমুখপ্রদ গীত ভিন্ন আর কি করণীয় আছে ! নট। তবে বলুন, কোন ঋতুকে অধিকার করিয়া গীতা রম্ভ করিব । স্বত্র । আর্য্যে ! সম্প্রতি প্রবৃত্তউপভোগাৰ্ছ এই নিদাঘ সময়, ইহাকেই আশ্রয় করিয়া সঙ্গীত কর। দেখ ! এই কালে শীতল সলিলে স্নান, সুরভি পুষ্পের ভ্রাণ, মৃদু মন্দ মলয়ের বায় । স্বচ্ছন্দে ছায়ার যোগে, নিদ্রণ হয় সুখভোগে, - সন্ধ্যার কি শোভা হায় হায় ॥ নটী । ( গানারম্ভ করিল ) স্নকুমার কেশর পাইয়ে আলিগণ । ক্ষণে ক্ষণে চুম্বিতেছে কর দরশন। এমন শিরীষ ফুলে, সামোদ প্রমদা কুলে, মনের হরিষে করে কর্ণ আভরণ ॥ স্বত্র। সাধু গীত, এই সভাসদগণ তোমার রাগামুরাগে সর্ব্বতোভাবে, চিত্তবৃত্তিরহিত চিত্রপুত্তলিক প্রায় অবস্থিতি করিতেছেন, বল ! এখন কোন প্রকরণ অবলম্বন করিয়৷ ইহঁীদিগের মনস্তুষ্টি সাধন করি । নটী । কেন প্রথমেইতে মহাশয় আমাকে আজ্ঞা করিয়াছেন, ষে অভিজ্ঞান শকুন্তলা নামে অপূর্ব্ব নাটকের অভিনয় প্রদর্শন করাও । ।