পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ অভিজ্ঞান শকুন্তল নাটক। স্থিত জনের স্মরণ হইয়াছে বোধ হইল, কেননা তিনি স্বভাবতঃ গভীর প্রকৃতি হইলেও অত্যন্ত পর্যুৎসুকমন হইয়াছেন। দ্বিতীয়। তবে এখন মহাশয়ের দ্বারা, রাজা আতিশয় তুষ্ট ২ হইয়াছেন । প্রথম । কঁ। এই মৎস্তোপজীবিই তাহার কারণ । ( বলিয়। ধীবরের প্রতি সাসুয় দৃষ্টিক্ষেপ করিল।) ধীবর। মহাশয়েরা এই পুরস্কারের অৰ্দ্ধ আপনাদের সুরা भूला इड्रेटद । প্রথম । ধীবর ! তুমি এখন আমাদের প্রিয়বয়স্য হইলে, মদ্য সাক্ষি করিয়া আমাদের সৌহৃদ্য হউক, অতএব আইস শুণ্ডিকালয়ে গমন করি । ( ইহা কহিয়া সক८ळाड़े निकु,ांख् रुझेल । ) অনন্তর আকাশযানে মিশ্রকেশী নামী এক অপসরা প্রবেশ করিলেন । মিশ্র । ক্রমেতে করণীয় যে অপসর তীর্থ কার্য্য তাহা আমি সম্পাদন করিয়াছি ; এইক্ষণে সাধুদিগের অভিষেক কাল মধ্যে এই রাজষির বৃত্তান্ত প্রত্যক্ষ করি, ষেহেতুক মেনকা সম্বন্ধে শকুন্তলা আমার কন্যাস্বৰূপ । (চতুৰ্চিক নিরীক্ষণ করিয়া ) একি ! উৎসব দিবসে রাঙ্গকুল কেন নিরুৎসব দৃষ্ট হইতেছে ; আমার প্রণিধানে জানিতে শক্তি আছে বটে, কিন্তু প্রিয়সর্থী