পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অভিজ্ঞান শকুন্তলা নাটক। रज । হুঁ হুঁ প্রিয়ে ! এক্ষণে সম্যক্ষ্মরণ হইল, এতাবৎ কাল আমি বিস্কৃত হইয়াছিলাম। কারণ তোমার গীতের রাগে হরি নিল মন । - কুরঙ্গ, ছুয়ন্ত ৰূপে গতিতে যেমন । (তৎপরে তাহারা প্রস্থান করিল ) [ইতি প্রস্তাবনা । [ ৫ ] ধনুৰ্বাণ ধারী মৃগানুসারী রথাৰূঢ় রাজ দুষ্মন্ত এবং তৎসারথি উপস্থিত। সারথি । ( রাজ এবং মৃগের প্রতি দৃষ্টিপাত করিয়া) মহারাজ ! কৃষ্ণসার মৃগের হেরিয়ে দ্রুত গতি । আর নেত্রপাত করি আপনার প্রতি ॥ সাক্ষাৎ হতেছে বোধ শঙ্কর যেমন । হতেছেন ধাবমান কুরঙ্গ কারণ ॥ রাজ। সারথে ! ঐ মৃগ, দেখ! আমাদিগকে অতি দুরে আনিয়া ফেলিল। সে এখন রখে দৃষ্টি রাখি ধায়, মুহুমুহ ফিরে চায়, গ্রীৰাভঙ্গী অতি সুললিত । বিস্তারিয়ে পূর্ব্বকায়, পশ্চাৎ কুঞ্চিত প্রায়, শরের ভয়েতে সশঙ্কিত । [৫] মূল প্রস্তাবের উত্থাপিকা। AAA AAASS ۶یجه۶ بهمنبیهپیماییهای