পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল নাটক। ১২৭ যেই দুষ্ট মোহ সেই মুনি তনয়ারে । ভুলাইয়ে দিয়ে মুগ্ধ করেছে আমারে । সেই তমো আমারে ত্যজেছে ষেইক্ষণ । অমনি ছেড়েছে বাণ আমাতে মদন ॥ বিদু। বয়স্য ! স্থির হও, আমি এই দণ্ডকাষ্ঠস্বারা কন্দপের বাণ সকল নাশ করি। ( ইহা কহিয়া দণ্ড দ্বারা চু্যতাঙ্কর চুর্ণ করিতে উদ্যত হইল। ) রাজা । ( ঈষৎ হাস্য করিয়া ) আমি তোমার ব্রহ্মতেজ দেখি লাম। সখে ! সম্প্রতি বল, কোথায় উপবেশন করিয়া প্রিয়ার অনুকারি লতাতে দৃষ্টি বিনোদন করি। বিদু। কেন, আপনিতে মেধাবিনী নামী লিপিকরী, আসন্ন৷ পরিচারিকাকে আজ্ঞা করিয়াছেন, যে “ মাধবীলতা মণ্ডপে এই বেলা ষাপন করিব, আমি যে চিত্রফলকে স্বহস্তে শকুন্তলা প্রতিমূর্ত্তি লিখিয়াছি তাহা তুমি সেইস্থানে লইয়। যাও । ,, রাজা । ছ। তাহাতেই আমার অন্তঃকরণ শান্ত হইতে পারে, অতএব চল সেই মাধবীলতাগৃহে যাই । বিদু। আমুন আমুন মহাশয়। (উভয়ে চলিলেন। ) ( মিশ্রকেশী পশ্চাতে পশ্চাতে থাকিলেন । ) বিদু। বয়স্য ! এই মাধবীলতাগৃহ, ইহাতে মণিশিলাপট্ট রহিয়াছে, এ অতি নিজন ও রমণীয় স্থান, এ স্থানে উত্তম বায়ু সঞ্চালিত হইতেছে, অতএব প্রবেশ করিয়া উপবেশন করুন। আপনার যে মনস্তাপ