পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>** অভিজ্ঞান শকুন্তলা নাটক । উপস্থিত হইয়াছে, তাহা কিঞ্চিৎ অবশ্যই উপসম হইবে। (উভয়ে প্রবেশ করিয়া উপবেশন করিলেন। ) মিশ্র। লতা ব্যবধানে থাকিয়া প্রিয়সখী শকুন্তলার প্রতিমূর্ত্তি দর্শন করি, পরে তৎপ্রতি রাজার ষে প্রচুর অনুরাগ আছে, ইহা তাহাকে জানাইব । ( সেই ৰূপে থাকিলেন । ) রাজ। (নিশ্বাস পরিত্যাগ পূর্ব্বক) সখে ! এখন শকুস্তলার বৃত্তান্ত সকলি স্মরণ হইতেছে, আমিতে তাহার প্রথম দর্শন বৃত্তান্ত তোমাকে কহিয়াছিলাম, তুমি বিদিতবৃত্তান্ত হইয়াও নিরাকরণ সময়ে কেন না আমাকে নিষেধ করিলে, অথবা আমার ন্যায় তুমিও কি সকল বিস্মৃত হইয়াছিলে । মিশ্র। রাজারা সুহৃদসঙ্গ ব্যতীত প্রায় থাকেন না। বিদু। রাজন! আমি কিছুই ৰিন্থত হই নাই, আপনি প্রথম দর্শনবৃত্তান্ত বর্ণন করিয়া কহিয়াছিলেন, বয়স্য ! এ পরিহাস প্রস্তাব, যথার্থ নহে, আমি মন্দবুদ্ধি তাহাই গ্রহণ করিয়াছিলাম, অথবা ভবিতব্যতাই এবিষয়ে বলবতী । মিশ্র । সে যথার্থ। রাজা ! ( ক্ষণকাল চিন্তা করিয়া ) সখে ? আমাকে প্ররিত্রাণ কর । বিদু। বয়স্য ! এ তোমার কি হইল, সংপুরুষেরা কখন শোকাকুল হয়েন না, অত্যন্ত বায়ুর দ্বারা কি পর্ব্বত কম্পিত হয় ।