পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। >\○○ বিদূ। আমি কি সর্ব্বদা ক্ষুধাতে মরিব ? রাজা । (এই বাক্য অনাদর করিয়া ) প্রয়ে ! তোমাকে অকারণে পরিত্যাগ করিয়া অনুতাপে আমার অন্তঃকরণ দগ্ধ হইতেছে, পুনর্ব্বার দর্শন দিয়া আমাকে কৃতার্থ কর । অনন্তর চিত্রফলকহস্ত। এক চেটী প্রবেশ করিল | চেট। মহারাজ ! এই চিত্রলিখিত মহিষী। ( ইহা বলিয়। চিত্রফলক রাজ্যকে প্রদর্শন করাইল । ) রাজা । ( বিলোকন করিয়া ) অহো ! কি অপৰূপ ৰূপ । আকর্ণ লোচনদ্বয়, হেরি মন মুগ্ধ হয়, ক্রযুগল অতি মনোহর । দশনের পাশে পাশে, কিরণ কৌমুদী হাসে, লিপ্ত যাহে হয়েছে অধর ॥ পক্ক বদরীর সম, ওষ্ঠ অতি মনোরম, তাহে কিবা শোভিছে বদন । হেন মম মনে লয়, সহাস্য বদনে কয়, মৃদুভাষে মধুর বচন । বিদু। (বিলোকন করিয়া) সাধু বয়স্য সাধু আপনি ভর্তৃভাব যথার্থ প্রদর্শন করাইয়াছেন। অহো ! লিখন কি মনোরম্য ভাবযুক্ত, একবার দেখিলে অনন্য দষ্টে নিরীক্ষণ করিতে অভিলাষ হয়। বোধ হই